হাজারীবাগে প্লাস্টিক করাখানায় আগুন

17/10/2013 6:56 amViews: 10

Fire-symble20131017000904ঢাকা: রাজধানীর হাজারীবাগের ইসলামবাগের একটি প্লাস্টিক করাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এর নাম জানা যায় নি। এতে হতাহত হয়নি কেউ।

বৃহস্পতিবার পৌনে ১২টায় আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সাভির্সের সদর ইউনিটের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।

তবে এর পাশে লবণ ফ্যাক্টরি থাকায় পরিস্থিতি ভয়বহ আকার ধারণ করতে পারতো বলে তারা জানায়। সঠিক সময়ে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায় নি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply