হাছন রাজায় তুষ্ট তুষ্টি
গত এক বছর ধরেই অপেক্ষা করছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি। শুটিং, ডাবিং, এডিটিং সবই শেষ হয়েছে। এখন দর্শকের সামনে আসার পালা। বলা হচ্ছে, তুষ্টি অভিনীত নতুন ছবি ‘হাছন রাজা’র কথা। রুহুল আমিনের পরিচালনায় ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে। সব কাজ এরই মধ্যে শেষ। আগামী জানুয়ারিতেই বড় পর্দার দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন তুষ্টি। কলকাতার কিংবদন্তি অভিনেতার বিপরীতে এ ছবির দুই নারী চরিত্রের মধ্যে একজন হলেন তুষ্টি। অন্যজন কলকাতারই জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। এ ছবি প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘ছবির শুটিং সময় থেকে বলে আসছি এটি নিয়ে আমি খুবই আশাবাদী। আমার ক্যারিয়ারে কয়েকটি ভালো কাজের মধ্যে হাছন রাজা একটি। এখানে অভিনয় করতে গিয়ে একজন গুণী অভিনেতার কাছাকাছি যেতে পেরেছি। পাশাপাশি হয়েছে নতুন সব অভিজ্ঞতাও। আর এ মুহূর্তে এটা জেনে আনন্দিত, ছবিটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে। আশা করছি ভালো একটি ছবি দর্শক দেখতে পাবেন।’ এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী। এর মধ্যে রয়েছে ‘অলসপুর’, ‘উত্তর পুরুষ’, ‘খড়কুটা’, ‘আলাল দুলাল’, ‘নন স্টপ’, ‘লেক ড্রাইভ লেন’ ও ‘মায়ার খেলা’।