হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করার আহ্বান ওবায়দুল কাদেরের

28/04/2017 5:58 pmViews: 6
হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করার আহ্বান ওবায়দুল কাদেরের
 
হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করার আহ্বান ওবায়দুল কাদেরের
হাওর অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝপুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিনের জন্য হাওর অঞ্চলে ফটোসেশন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে তারা এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।’
হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাওর এলাকায় সরকার সার্বক্ষণিকভাবে কাজ করছে। জনগণের পাশে সরকারের সঙ্গে আওয়ামী লীগ এমপি, দলীয় স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরাও দায়িত্ব পালন করছেন। খবর বাসসের।

Leave a Reply