হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

29/05/2022 4:12 pmViews: 10

হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আরিফুর রহমান পলাশ (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত পলাশ নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সাইফুল ইসলাম জানান, আমরা সবাই মিলে সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর গোসল করার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় পলাশ। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার সদরাবাড়ি গ্রামে। তার পিতার নাম মো. আতাউর রহমান।  বর্তমানে শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply