হরিণ হত্যা : সালমানকে নোটিস

11/11/2016 6:02 pmViews: 19
সালমান খানহরিণ হত্যা মামলায় বলিউড অভিনেতা সালমান খানের মুক্তির বিরুদ্ধে রাজস্থান সরকারের করা আবেদন শুক্রবার গ্রহণ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে এ বিষয়ে সালমানকে নোটিসও দেয়া হয়েছে।
শীর্ষ আদালতকে আত্মসমর্পণ করানোর পাশাপাশি সালমানের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সঠিকভাবে যাচাই করে দেখার অনুরোধ করেছে রাজ্য সরকার।
১৯৯৮ সালে যোধপুরে ‘‌হাম সাথ সাথ হ্যায়’‌ সিনেমার শ্যুটিংয়ের সময় গুলি করে বিরল প্রজাতির দুটি চিঙ্কারা হরিণকে মারা হয়। ২৬ সেপ্টেম্বর ভাওয়াদ এবং ২৮ সেপ্টেম্বর গোদা ফার্মে এ ঘটনা ঘটে। এরপর তার বিরুদ্ধে মামলা হলে চলতি বছরের ২৫ জুলাই সালমানকে মুক্তি দেয় রাজস্থান হাইকোর্ট। এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অক্টোবর মাসে আদালতের দ্বারস্থ হয় রাজস্থান সরকার।

Leave a Reply