হরতাল সমর্থনে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
ঘোষিত তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে হরতাল সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাতে যাত্রাবাড়ী, বনশ্রী, মিরপুর, সায়েদাবাদ এবং দয়াগঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাজধানীর দৈনিক বাংলা ফকিরাপুল সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, শামীমুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেন প্রমুখ।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ভোট চোরের বিরুদ্ধে জামায়াতের হরতাল চলছে এবং চলবে। অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করতে হবে। নতুন তফসিলের মাধ্যমে দেশে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। না হলে বিক্ষুব্ধ এই জনগণ ঘরে ফিরে যাবে না।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আসুন রোববার ও সোমবার হরতাল পালন করে এই সরকারকে জানিয়ে দেই জনগণের দাবি মানতে হবে। এই একতরফার নির্বাচন জনগণ মানে না। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে পড়েছে।
হরতাল সমর্থনে যাত্রাবাড়ী মাতুয়াইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামাল হোসাইন। খিলগাঁও বনশ্রীতে মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম। ধানমন্ডি মিরপুর রোডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য জসীম উদ্দিন তালুকদার।এদিকে রাজধানীর সায়েদাবাদে পুলিশের বাঁধার মুখেও হরতালের সমর্থনে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। শ্যামপুর দয়াগঞ্জ রেলগেটেও হরতাল সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিন।
এছাড়া ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরা থানায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি গাউসুল আজম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জসিম উদ্দীন গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হাসনাইন, জামায়াত নেতা তারেক, মাহবুবুল আলম, আব্দুল্লাহ রেজা এবং ছাত্রনেতা সোয়াইব হোসাইন প্রমুখ।