‘হরতাল শেষেই সংলাপে প্রস্তুত খালেদা’

26/10/2013 5:43 pmViews: 6
সমকাল প্রতিবেদক

১৮ দলীয় জোটের ডাকা টানা তিনদিনের হরতাল শেষ হাওয়ার পরই সংলাপের জন্য প্রস্তত রয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

'হরতাল শেষেই সংলাপে প্রস্তুত খালেদা'

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় প্রায় ৪০ মিনিটের ওই টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করে গণভবনে দাওয়াত দেন।

দুই নেত্রীর ফোনালাপের পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মারুফ কামাল খান সোহেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর গণভবনে বিরোধীদলীয় নেতাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু ওইদিন হরতাল থাকার কারণে তা সম্ভব নয়। বিরোধীদলীয় নেতা সংলাপের জন্য ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টার পর যে কেনো মুহূর্তে প্রস্তুত।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমান সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী দশম সংসদ নির্বাচন হবে।

গত শুক্রবার নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ওই অন্তর্বর্তী সরকারে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নাম দেওয়ার আহ্বানও জানান তিনি।

তিন দিন পর সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ওই প্রস্তাব নাকচ করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এর বদলে একজন ‘সম্মানিত নাগরিকের’ নেতৃত্বে সাবেক ১০ জন উপদেষ্টাকে নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের পাল্টা প্রস্তাব দেন খালেদা জিয়া।

তার প্রস্তাব অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্য থেকে ১০ জনকে নিয়ে এ সরকার হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি পাঁচটি করে নাম প্রস্তাব করবে। বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের বৈঠকে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার প্রস্তাব অবাস্তব।

সর্বশেষ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আলোচনায় বসতে শনিবার পর্যন্ত সময় দিয়ে রোববার সকাল ৬টা থেকে তিনদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া

Leave a Reply