হরতাল-অবরোধের মধ্যেই নির্বাচন, উৎকণ্ঠায় দেশবাসী

04/01/2014 6:56 pmViews: 4

হরতাল-অবরোধের মধ্যেই নির্বাচন, উৎকণ্ঠায় দেশবাসীরেকর্ড সংখ্যক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নির্ধারণ করে কঠোর নিরাপত্তায় আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর আইনি ব্যবস্থা।

এছাড়া বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের  নিরাপত্তায় প্রশাসনকে বিশেষভাবে ঢেলে সাজানো হয়েছে বলে জানা গেছে।

কমিশন সূত্র মতে, দেশের ৫৯ জেলায় ১শ’ ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২টি দলের ৩৮৯ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ১১৯ জন, জাতীয় পার্টির ৬৪ জন, স্বতন্ত্র ১০৬ জান এবং বাকি ১০টি দলের ১০১ জন।

তবে এ নির্বাচনে ১৮ হাজার ২০৯ ভোটকেন্দ্রের বেশিরভাগ কেন্দ্র, বিশেষ করে বিএনপি-জামায়াত অধ্যুষিত ১৯ জেলার অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এসব কেন্দ্রের মধ্যে ঝালকাঠির ৩৭টি, কুমিল্লায় ১৮৬টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮৩টি, নোয়াখালী-৬ আসনের ১৫টি, বরিশালে মোট ২৯১টি কেন্দ্রের মধ্যে ২২৯টি কেন্দ্র, টাঙ্গাইলে ৩৭০টি, চট্টগ্রামের ৯টি আসনের ১০৪৫ ভোটকেন্দ্রই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

তাই কেন্দ্রে ভোট গ্রহণের সময় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যারা নির্বাচনের একদিন আগ থেকেই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে থাকবে।  এছাড়া আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ৫৯ জেলায় জারি করা হয়েছে রেডঅ্যালার্ট।

তবে এ রেডঅ্যালার্ট জারি সত্ত্বেও এসব জেলায় সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটছে।এরই মধ্যে অন্তত ২৯ জেলায় ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনাসহ ককটেল বিষ্ফোরণের সংবাদ পাওয়া গেছে।নির্বাচনের দিন এধরণের ঘটনা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনে মেটাল ডিটেক্টর ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আজ শনিবার এ বিষয়ে কমিশন একটি পরিপত্র জারি করবে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন,আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে এমন গ্যারান্টি সরকার দিতে পারবে না।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার টাইম নিউজকে বলেন, সরকারের একগুয়েমী মনোভাবের কারণে সারাদেশের মানুষ আজ  উদ্বিগ্ন।

তিনি বলেন, আজ  (শনিবার) সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। আগামীকাল আরো ঘটতে পারে। এতে সাধারণ নাগরিকের প্রাণহানী ঘটার আশঙ্কা আছে। যা কোন ভাবেই কাঙ্খিত হতে পারে না।

ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ নিজেই।

রকিব উদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় দেশবাসির সাথে আমরাও উদ্বিগ্ন।

তিনি বলেন,যেসব ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও নাশকতা চালানো হচ্ছে সেগুলো প্রয়োজনে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে। তবে নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

 

Leave a Reply