হরতালে হত্যার দায় দায়িত্ব খালেদা জিয়ার : টুকু

27/10/2013 5:20 pmViews: 9
tukuরতালের সময় হত্যার দায় দায়িত্ব খালেদা জিয়াকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু। রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী ফোন করার সত্ত্বেও তাতে সাড়া না দিয়ে বিরোধীদলীয় নেতা হরতাল করছেন। এজন্য হরতালের সময় হত্যার দায় দায়িত্ব তাকেই নিতে হবে।”

শামসুল হক টুকু বলেন, “একদিন আগেও প্রধানমন্ত্রীর কথামতো সংলাপে বসলে জনগণ স্বস্তির নিশ্বাস ফেলতে পারতো। হরতালের নামে নাশকতা কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রীর কাজ নয়।”

তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতেই তারা বিচারপতি, মন্ত্রী, এমিপির বাসা এবং প্রগতিশীল মিডিয়ার ওপর হামলা চালিয়েছে। বিরোধীদলীয় নেতার হরতাল আহ্বানের পরপরই ব্যাপক সহিংসতা চালানো হয়।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করছেন। তারা কারো উস্কানিতে পেশাদারিত্ব ত্যাগ করবে না। সরকারের নির্দেশ, পরামর্শ ও জনগণের জন্য কাজ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের হুকুমে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

তিনি বলেন, “বিরোধী দলীয় নেতা ও তার ছেলে তারেক রহমান আইন-আদালতকে অ্যাভোয়েড (এড়িয়ে) করেন। আমার জানা মতে আগামীকাল (সোমবার) বিরোধীদলীয় নেতার একটি মামলার হাজিরার দিন আছে। আগেও প্রমাণ হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার হাজিরার দিনে তারা হরতাল দেন। এতে মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে।”

প্রতিমন্ত্রী জানান, খালেদা জিয়ার কথামতো ২৭ অক্টোবরের পর সরকার অবৈধ হলে বিরোধীদলীয় নেতাও অবৈধ। –

Leave a Reply