হরতালে পার্বতীপুর স্টেশনে হামলা, রেলের চাবি ছিনতাই

22/09/2013 11:13 amViews: 6

pbt.thumbnail
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে যুবদল ও ছাত্রদলের হরতালের মধ্যে রেলওয়ে জংশনে ভাংচুর ও সিগন্যাল নিয়ন্ত্রণ কক্ষের চাবি ছিনতাই হয়েছে। ভাংচুরের শিকার হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি।

স্টেশনের ইন্টারলকিং সুইচ কেবিনের (সিগন্যাল নিয়ন্ত্রণ কক্ষ) চাবি ছিনতাই হওয়ায় কাজ চলছে বিকল্প পদ্ধতিতে। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে বলে কর্মকর্তারা জানান।

রেলের জমিতে একটি বাড়ি দখলকে কেন্দ্র করে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা রবিউল ইসলাম বাবুল (৩০) নিহত হওয়ার পর যুবদল ও ছাত্রদল রোববার আধাবেলা হরতালের এই কর্মসূচি ঘোষণা করে।

হরতালে সকাল থেকেই পার্বতীপুর পৌর এলাকা ও এর আশেপাশের স্কুল, কলেজ ও দোকানপাট বন্ধ থাকে। সড়কে বাস, ট্রাকসহ ভারী যানবাহনও চলতে দেখা যায়নি।

যুবদল ও ছাত্রদল নেতারা পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সামনে তার সরকারি গাড়িসহ কয়েকটি যানবাহন ভাংচুর করে হরতাল সমর্থকরা। তবে তিনি সে সময় গাড়িতে ছিলেন না।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে হরতালকারীরা পার্বতীপুর স্টেশনে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষ ভাংচুর করে এবং ইন্টারলকিং সুইচ কেবিনের চাবি নিয়ে যায়। পিকেটাররা সকাল সাড়ে ৭টার দিকে বগুড়াগামী একটি ট্রেনের পাইপ কেটে ফেললে প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয় ট্রেনটি।

রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার কে বলেন, সুইচ কেবিনের চাবি না থাকায় বিকল্প পদ্ধতিতে সিগন্যালের কাজ চালাতে হচ্ছে। ফলে সব ট্রেনই বিলম্বিত হচ্ছে।

শনিবার রাতে নিহত বাবুল পার্বতীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

Leave a Reply