হরতালে দেশজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর আগুন বোমাবাজি

11/11/2013 7:32 pmViews: 12
Jamaat-Hartal-13ডেস্ক
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেললাইনের স্লিপার উপড়ে ফেলাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ১৪ দলের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক।
পুলিশ পিকেটিংকালে ও নাশকতা এড়াতে বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে আটক করেছে। এদের মধ্যে চাঁদপুরে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীতে বিক্ষিপ্তভাবে শিবির কর্মীরা ঝটিকা মিছিল ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদের নিক্ষিপ্ত ককটেলে আহত হন কোতোয়ালি থানার সাবেক ছাত্রলীগ সভাপতি পারভেজ ও দশম শ্রেণির ছাত্র রিয়াজউদ্দিন টুটুলসহ দুই পথচারী। এদিকে লালবাগ এলাকার একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় দেড়শ ককটেল উদ্ধার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ঢাকা : সকাল সাড়ে সাতটায় শিবিরকর্মীরা লালবাগে আটটি যানবাহন ভাঙচুর ও চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে রায়েরবাগে শিবির মিছিলকালে একটি ট্রাক ভাঙচুর করে ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। সকাল আটটায় ঢাকা কলেজ শাখা শিবিরকর্মীরা হাতিরপুল এলাকায় একটি মিছিল বের করে। পুলিশ তাড়া দিলে শিবিরকর্মীরা পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বেশ কিছু সময় ধরে শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটায় কারওয়ানবাজার পেট্রোবাংলা ভবনের সামনে পরপর তিনটি ককটেল ফাটায় হরতাল সমর্থকরা। সকাল পৌনে নয়টায় মগবাজার রেলগেট এলাকায় জামায়াত কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে দুটি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়। সকাল নয়টার দিকে বাংলামোটর মোড়ে দুই মোটরসাইকেল আরোহী একটি ককটেল বোমা ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে লালবাগের ইরাকি গোরস্তানের কাছে একটি টিনশেড বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দেড়শ ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুপুর পৌনে একটার দিকে হাজারীবাগ দুই নম্বর গেটের সামনে পিকেটারদের ছুড়ে মারা বোমায় আহত হন ট্রাক হেলপার সুমন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একই সময় পিকেটারদের ছোড়া বোমায় আহত হন ছাত্রলীগ কোতোয়ালি থানার সাবেক সভাপতি পারভেজ (২১), আওয়ামী লীগ কর্মী সাদ্দাম হোসেন (২৮) ও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিয়াজউদ্দিন টুটুল (১৬)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিলমারী (কুড়িগ্রাম) : উলিপুর উপজেলার বটেরতল চুনিয়ারপাড়া এলাকায় হরতাল সমর্থকরা ভোরে রেললাইন উপড়ে ফেলে। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনাগামী ট্রেনটি সকাল আটটায় ওই স্থানে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বগুড়া : সকালে ধুনটে ১৮ দলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বাজারের দিকে এসে পুলিশকে লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল ছুড়ে মারে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড টিয়ারশেল ও ৫৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হয়।
সীতাকুণ্ড : সকাল থেকেই উপজেলাধীন মহাসড়কের পন্থিছিলা, শেখপাড়া, পৌরসদর, বাড়বকুণ্ড, কুমিরাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। তারা সড়কে ব্যারিকেডের চেষ্টা করলে পুলিশ পন্থিছিলা বটতল এলাকা থেকে বারৈয়াঢালা ইউনিয়নের ছাত্রদল সভাপতি আনোয়ারসহ সাত পিকেটারকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে ১৮ দলীয় নেতারা বটতল এলাকায় চারটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শহীদুল্লার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় এএসপির গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে পিকেটাররা।
চট্টগ্রাম : হরতালের প্রথম দিন রবিবার হরতাল সমর্থনকারীদের ধাওয়ায় অটোরিকশা উল্টে নির্মল জলদাস নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাগ্নে ছোটন দাস। হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করেছেন। এদের মধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিনে নগরীর একে খান, কর্নেলহাট, সাগরিকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় পৃথক দুই থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এসব মামলায় বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে নগরীর পাহাড়তলী থানায় দুটি এবং আকবর শাহ থানায় একটি মামলা দায়ের হয়। মামলাগুলোতে পুলিশের কাজে কাজে বাধা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
নারায়ণগঞ্জ : সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির সমর্থকরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। একই সময়ে ঢাকা বাইপাস সড়কের সোনারগাঁওয়ের বস্তুল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দলের সমর্থকরা। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপির সমর্থকরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এসএম আশরাফুজ্জামান জানান, নাশকতার অভিযোগে রূপগঞ্জে চারজন এবং বন্দরে চারজন ও শহর দুই নং রেলগেট এলাকা থেকে পাঁচ বিএনপি ও জামায়াত-শিবিরসহ ১২ জনকে আটক করা হয়েছে।
সাভার : সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নবীনগর থেকে ছেড়ে আসা জনসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ১২-১৪ জনের একদল যুবক ইট পাটকেল নিক্ষেপ করে প্রথমে বাসটিতে ভাঙচুর করে এবং পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বরিশাল : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের উত্তরার বাসভবনে রবিবার রাতে বোমা হামলার ঘটনায় গতকাল বরিশালের বাবুগঞ্জ উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। উপজেলা সম্পাদক এনায়েত করিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ইসহাক শরীফ, বরিশাল জেলা কৃষক সমিতির সভাপতি বজলুর রহমান মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা টিএম শাহজাহান, ছাত্রমৈত্রীর জেলা সম্পাদক সুজন আহাম্মেদ প্রমুখ।
ঝালকাঠি : ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর ও জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আ. মান্নান রসূলের কার্যালয় থেকে সকাল সাড়ে নয়টার দিকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি আ. মান্নান জানান, র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ময়মনসিংহ : শহরের আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও জেলা দুর্নীতি দমন কমিশনের সামনে দুপুর একটা ৪০ মিনিটে বল আকৃতির একটি বস্তু পড়ে থাকতে দেখে দুই শিশু তাতে লাথি দেয়ার চেষ্টা করলে অভিভাবকরা তাদের থামিয়ে দেয়। পরে পুলিশে খবর দিলে দুপুর দুইটার দিকে সিআইডি ও পুলিশের একটি বোমা বিশেজ্ঞদল বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
জামালপুর : জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ ছাড়া সাবেক উপমন্ত্রী সিরাজুল হকের নেতৃত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বিপ্লবের নেতৃত্বে এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয়।
চাঁদপুর : সকালে বিএনপি নেতাকর্মীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়। এ সময় বিএনপির দুই কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ সামনে এগিয়ে গেলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পাঁচজন আহত হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৪ জনকে আটক করে। এদের মধ্যে সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিংয়ের সময় আবুল কালাম হাবিব ভূঁইয়া, জাকির হোসেন ও আমির হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এ চার যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
কুমিল্লা : সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়ায় সড়ক ও দৌলতপুর রেলক্রসিংয়ে আগুন দেয় পিকেটাররা। এদিকে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা নগরীতে থেমে থেমে বিক্ষোভ মিছিল বের করে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে রবিবার রাত থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ১৮ দলের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।
রাজবাড়ী : বেলা ১১টার দিকে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলগুলো একত্রিত হয়ে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে রেলগেট অভিমুখে আসতে থাকলে মিছিলকারীরা মক্তব মোড় ও রেলগেট এলাকায় পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পিকেটিংকালে বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে পুলিশ।
টঙ্গী : টঙ্গী থানা জামায়াতের আমির মাওলানা গোলামুল কুদ্দুস, সেক্রেটারি মো. আফজাল হোসাইন, সদস্য আনোয়ার হোসেন ও ফারুকুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় হরতালে পিকেটিং করার সময় তাদের গ্রেফতার করা হয়। আগের হরতালে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, নাশকতার ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা ছিল।
যশোর : শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে ১৮ দলের নেতাকর্মীরা পিকেটিং করে। আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল করলে তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় নিউমার্কেট, খাজুরা বাসস্ট্যান্ড, দড়াটানা, ভৈরব চত্বর, মুড়লী বকচরসহ বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের লোকজন হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন।
এদিকে বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
মিরসরাই : বাদামতলী এলাকায় রাস্তার পাশে একটি সিএনজি অটোরিকশা দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় পিকেটাররা অটোরিকশাটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এছাড়া ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের পূর্ব বালিয়াদী এলাকায় পিকেটিংকালে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করে কয়েকজন সশস্ত্র যুবক। এ সময় জামায়তকর্মী মোস্তফা গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ : সকালে শহরের বড়হিস্যা বাজার থেকে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মতিউর রহমান মতিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মেহেরপুর : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর বাজার, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর ও গৌরিনগর মোড়ের সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। রাজনগরের এআরবি কলেজের সামনে একটি মোটর সাইকেল ভাঙচুর করে তারা।

Leave a Reply