হরতালে দগ্ধ বাস চালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার: জামায়াতের ডাকা হরতালে অগ্নিদ্বগ্ধ বাস চালকের মৃত্যু হয়েছে। গাজীপুরের বাস চালক নজরুল ইসলাম ভূঁইয়া (৩৫) চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার ভোর সাড়ে ছ’টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নজরুল গাজীপুর মহানগরের হায়দরাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। গত সপ্তাহে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর ভেগড়া-বাইপাস সড়কে হরতালকারীদের আগুনে দগ্ধ হন নজরুল। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার হরতালের দ্বিতীয় দিনে ভোর সাড়ে ছ’টার দিকে গাজীপুর থেকে যাত্রী বোঝাই ২৭ নম্বর পরিবহনের একটি বাস নিয়ে ঢাকার আজিমপুরে যাচ্ছিলেন তিনি। গাজীপুর চৌরাস্তা বাইপাস সড়কে এলে বাসে ব্যাপক ভাঙচুর চালায় হরতালকারীরা। বাসে আগুন দেয়া হলে অগ্নিদগ্ধ হন নজরুল।