“>হরতালে ক্লাস নিলে বোমা হামলা, লাল চিঠিতে হুমকি

28/02/2015 6:47 amViews: 27

হরতালে ক্লাস নিলে বোমা হামলা, লাল চিঠিতে হুমকিরাজশাহী : হরতাল চলাকালে ক্লাস নিলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে  পাঠানো হয়েছে লাল রঙের কাগজের চিঠি।

‘আন্দোলনকামী কর্মীবাহিনী’ পরিচয়ে পাঠানো ওই উড়ো চিঠি শুক্রবার সকালে হাতে পেয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা আইরিন জাফর।

এ ঘটনায় দুপুরের দিকে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন ওই শিক্ষক।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তারা সতর্কতার সাথে খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

প্রধান শিক্ষিকা আইরিন জাফর বলেন, দীর্ঘদিন ধরে দফায় দফায় হরতাল চলে আসায় শিক্ষার্থীরা বাসায় থাকতে পারছে না। তারা প্রতিদিনই বিদ্যালয়ে এসে ভিড় করছে। আর তাদের অভিভাবকেরা বলছেন, ‘পড়াশোনার ক্ষতি হচ্ছে, সিলেবাস শেষ হবে না। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা ক্লাস নিচ্ছেন। বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ওই চিঠির বিষয়টি তিনি মহানগর পুলিশ কমিশনার  ও জেলা প্রশাসনকেও জানিয়েছেন বলে জানান ওই শিক্ষক।

এদিকে চিঠিতে লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়নি। এছাড়াও প্রাপককে ‘জনাব/জনাবা’ বলে সম্বোধন করা হয়েছে। এতেই বোঝা যাচ্ছে একই চিঠি বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়ার জন্য ছাপানো হয়েছে। চিঠিটি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে।

তবে খামের উপরের সিলটি অস্পষ্ট হওয়ায় কোন জায়গা থেকে ছাড়া হয়েছে, তা বোঝা যায়নি।

এদিকে ওই চিঠির শিরোনাম ছিল ‘১৬ কোটি মানুষের বিজয় হোক’। চিঠিতে ‘জনাব/জনাবা’ সম্বোধন করা হয়েছে। শুরুতে সালাম দিয়ে বলা হয়েছে ‘আশা করছি মহান আল্লাহর কৃপায় ভালোই আছেন। অতীব দুঃখের সাথে আপনাকে জানাতে হচ্ছে যে, আপনি হরতালের মধ্যে ছোট ছোট নিষ্পাপ শিশুদের নিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে আপনার প্রতিষ্ঠান চালাচ্ছেন। আমরা মনে করি আপনি ঝুঁকির মধ্যে স্কুল চালিয়ে বর্তমান সরকারের চাটুকারিতা করে চলেছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন সারাদেশে বিভিন্ন জেলায় পেট্রলবোমাসহ ধরা পড়ছে ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা।’

চিঠির পরের অংশে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে লেখা হয়, ‘হরতালের দিনগুলোতে আপনার প্রতিষ্ঠান যদি চালান তাহলে আপনার গতিপথ আমরা পরখ করছি। কখন, কবে, কোন সময় আপনার প্রতিষ্ঠানে পেট্রলবোমা নয়, অন্য কোনো বোমা যদি বিস্ফোরিত হয় তার দায়িত্ব কে নিবে-আপনি না সরকারি দল না, বিরোধী দল। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে শিশুদের সমস্ত দায়দায়িত্ব আপনার ওপরেই বর্তাবে বলে আমরা মনে করি।’

এ চিঠিতে আরো উল্লেখ রয়েছে, ‘শেখ হাসিনার চক্রান্ত দেশের জনগণ আজ ধরতে পেরেছে। সেজন্য সকলেই সচেতন। শুধুমাত্র আপনি এখনো সচেতন হন নাই সেজন্য আমরা দুঃখিত। আমরা মনে করছি, এ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বোধোদয় হবে। আপনি হরতালের দিনগুলোতে ছাত্রছাত্রীদের সাধারণ পোশাকেও প্রতিষ্ঠান চালাবেন না।’

– See more at: http://www.sheershanews.com/2015/02/28/70774#sthash.k6XmqiJQ.dpuf

Leave a Reply