হত্যা মামলা : সালমান দোষী সাব্যস্ত

06/05/2015 12:53 pmViews: 3

হত্যা মামলা : সালমান দোষী সাব্যস্ত

বলিউডের হার্টথ্রব নায়ক সালমান খান একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ২০০২ সালে এই বলিউড কিংয়ের গাড়িচাপায় একজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সালমান অভিযুক্ত। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
বুধবার মুম্বই দায়রা আদালতের বিচারক বলেন, গাড়ি চলানোর সময় চালক পেছনে ছিলেন এটা অসম্ভব। সালমান মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
এ মামলায় আটটি অভিযোগের সবকটিতেই অপরাধী গণ্য হয়েছেন সালমান। বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছেন- তা শুনে ভেঙে পড়েছেন এই মেগাস্টার।
এখন শুধু অপেক্ষা, কত বছরের কবারাদণ্ড হয় মেগা স্টারের। বাড়িতে বসে স্বজনরা মোনাজাত করছেন।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুম্বইয়ের একটি বেকারির সামনে কয়েকজন ফুটপাতবাসীকে পিষে দেয় সালমান খানের গাড়ি। এতে মৃত্যু হয় একজনের। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটান। যদিও সম্প্রতি আদালতে সালমান দাবি করেন, ওই রাতে তিনি মদ্যপান করেননি এবং দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন তার চালক অশোক।
এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া সালমানের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে বলিউডের একাধিক প্রযোজকের কপালে চিন্তার ভাঁজ পড়বে। কারণ, সালমান খানের ওপর এ মুহূর্তে ২০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে বলিউডের। এর মধ্যে অন্যতম সুরজ বারজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ এবং কবীর খানের ‘বজরঙ্গী ভাইজান’। ছবি দু’টির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।
– See more at: http://www.jugantor.com/current-news/2015/05/06/259423#sthash.Tq9ucBtu.dpuf

Leave a Reply