হত্যা মামলায় সাক্ষী কুকুর!

06/04/2014 10:09 pmViews: 9

 

 

Dog-testifies-in-murder-casহত্যাকারীকে শনাক্ত করার জন্য সাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য ডাকা হয়েছে এক কুকুরকে। সেন্ট্রাল ফ্রান্সের তুরস শহরের একটি আদালতে এই ঘটনা ঘটে।

 

শুধু তাই নয়, মামলার প্রাথমিক শুনানির সময় ট্যাঙ্গো নামের ল্যাব্রাডর প্রজাতির কুকুরটিকে সন্দেহভাজন হত্যাকারীকে চোখ রাঙ্গানি দিয়ে হুমকি দেওয়ার আদেশ দেন বিচারক।

 

বিচারকের ধারণা, ওই হুমকির বিপরীতে কুকুরটির প্রতিক্রিয়া থেকে সন্দেহভাজন হত্যাকারীই কুকুরটির মনিবকে হত্যা করেছে কি না তা শনাক্ত করা সম্ভব হবে অথবা তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হবে।

 

কিন্তু এ পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে জানা গেছে।

 

ফ্রান্সের আদালত এ ধরনের পরীক্ষা এবারই প্রথম চালাননি। গত মাসে প্যারিসের এক আদালত এক পশু বিশেষজ্ঞকে ডালমেশিয়ান প্রজাতির এক কুকুরের সামনে এর মনিবের সন্দেহভাজন দুই খুনিকে হাজির করার পর ওই কুকুরটির শারিরিক প্রতিক্রিয়া কী হয় সে সম্পর্কে পরীক্ষা করার আদেশ দেন। এ ব্যাপারে আদালত তাকে বিশেষজ্ঞ বিশ্লেষণ দেওয়ারও আহবান জানান।

 

কুকুরটির প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ওই পশু বিশেষজ্ঞ আদালতকে বলেন যে, ওই সন্দেহভাজনই সম্ভবত কুকুরটির মনিবের হত্যাকারী।

 

২০০৮ সালে স্কুবি নামের এক কুকুরের সামনে তার মনিবের হত্যা মামলার এক সন্দেহভাজনকে হাজির করা হলে কুকুরটি হিংস্র স্বরে গর্জন শুরু করে। সূত্র : এনডিটিভি।

Leave a Reply