‘হত্যার জন্যই পিন্টুকে রাজশাহী নেয়া হয়েছিলো’
‘হত্যার জন্যই পিন্টুকে রাজশাহী নেয়া হয়েছিলো’
নিহত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমদ পিন্টুর স্ত্রী অভিযোগ করেছেন, হত্যার জন্যই নাসির উদ্দিন পিন্টুকে রাজশাহী নেয়া হয়েছিলো। তিনি সাংবাদিকদের বলেন, পরিকল্পিত হত্যার জন্যই আদালতের নির্দেশ অমান্য করে তাকে সেখানে নেয়া হয়।
পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা বলেন, আমার স্বামী মারা যাননি, সরকার পরিকল্পিতভাবে চিকিৎসায় অবহেলা করে তাকে হত্যা করেছে।
তিনি বলেন,পিন্টুকে মারার জন্য ঢাকা থেকে রাজশাহী নেয়া হয়েছে। তিনি জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তা দেখে সরকার সিটি নির্বাচনের আগে রাজশাহী নিয়ে হত্যা করেছে। তিনি মারা যাননি।
রবিবার দুপুরে পিন্টুর লালবাগের বাসায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন নাসিমা আক্তার কল্পনা।
পিন্টুর স্ত্রীর দাবি, হাইকোর্টের একটি আদেশ ছিল তাকে (পিন্টু) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে রেখে চিকিৎসা করানোর। আমরা আইজি প্রিজনকে এই আদেশ দিলেও তা রাখেননি। অনুরোধ সত্বেও পিন্টুকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পিন্টুর স্ত্রী যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে হত্যা মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান মন্টু কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে বলেন, শনিবার নাছিরউদ্দিন পিন্টুর সঙ্গে তিনি দেখা করেছেন। এ সময় পিন্টু তাকে জানান যে, কারা কর্তৃপক্ষ ঠিকমতো তাকে ওষুধ দিচ্ছে না। ওদিকে নাছিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোটভাই রিন্টু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অসুস্থ থাকার কারণে উচ্চ আদালতের নির্দেশনা ছিলÑ পিন্টুকে ঢাকার বাইরের কারাগারে স্থানান্তর না করার। তারপরও তাকে কারাকর্তৃপক্ষ তাকে রাজশাহী কারাগারে স্থানান্তর করে। চিকিৎসার অবহেলার জন্যই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
এদিকে পিন্টুর মৃত্যুর খবর শুনে তার সহকর্মী, সমর্থকরা পিন্টুর লালবাগের বাসায় ছুটে যান।
দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তার লালবাগের বাসায় যান। তারা পিন্টুর স্ত্রী সন্তানদের সমবেদনা জানান।
– See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/19790#sthash.arYXgkY1.dpuf