সড়ক পথে যুক্ত হচ্ছে চার দেশ: ওবায়দুল কাদের
০২ জুন, ২০১৫
মঙ্গলবার সচিবালয়ে ভূটানের রাষ্ট্রদূত পেমা চদেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাত শেষে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ইউরোপের আদলে চার দেশের মধ্যে পরিবহন চলাচল করবে। এটা ‘পিপল টু পিপল কন্টাক্ট’ ও ‘রোড কানেকটিভিটি’তে নতুন মাইলফলকের সূচনা শুরু করবে। যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি- তিন ধরনের পরিবহণ থাকবে এ চুক্তিতে।
সড়কমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার এই চার দেশের পরিবহন চালুর জন্য চুক্তি করতে ১৪ জুন ভুটানের রাজধানী থিম্পুতে সচিব পর্যায়ের বৈঠক হবে। পরদিন চার দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘মোটর ভেহিকল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’ সই হবে।