সড়ক দুর্ঘটনায় আহত হেমা মালিনী আশঙ্কামুক্ত
সড়ক দুর্ঘটনায় আহত হেমা মালিনী আশঙ্কামুক্ত
৩ জুলাই ২০১৫, শুক্রবার
গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বলিউডের স্বনামধন্য অভিনেত্রী ও ভারতের জনতা পার্টির সংসদ সদস্য হেমা মালিনী এখন আশঙ্কামুক্ত রয়েছেন। মাথায় ও মুখে আঘাত পাওয়া হেমা মালিনীকে জয়পুরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে মেয়ে এশা দেওল মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে নেয়ার পর থেকেই হেমাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশিষ্ট চিকিৎসক। গতকাল রাতে ভারতের রাজস্থানের দৌসায় হেমার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ বছরের এক শিশুর। হেমা মালিনী মাথা, মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে জয়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মথুরা থেকে জয়পুরের উদ্দেশ্যে নিজের মার্সিডিজ গাড়িতে রওনা দিয়েছিলেন বলিউডের এই ড্রিম গার্ল। রাজস্থানের দৌসার কাছে পৌঁছুতেই তার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সংঘর্ষ হয়। রাত ৯টা নাগাদ ১১ নম্বর জাতীয় সড়কের ওপর দৌসা মিডওয়ের কাছে হেমার মার্সিডিজের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয় একটি অল্টো গাড়ির। অল্টোর যাত্রী ৫ বছরের এক শিশু ঘটনাস্থলে মারা গেছে। আরও দুই মহিলা আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।