স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫ হাজার জনের নিয়োগ স্থগিত

23/09/2013 5:32 pmViews: 9

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের শেষ সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ হাজার ২০৯ জনের গণনিয়োগ প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ বিবেচনায় বাতিল হবে না, সে মর্মে রুল জারি করা হয়েছে।

দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

রিটের বিবাদী স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সাত জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী আফতাবউদ্দিন ছিদ্দিকী ও তরিকুল ইসলাম রিট দুটি করেন। রিট আবেদনে অভিযোগ করা হয়, স্বাস্থ্য অধিদফতরের অধীন ৯১৫ জন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরে ৪ হাজার ২৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া বেআইনিভাবে কেবল তদবিরের জোরে চূড়ান্ত করা হচ্ছিল।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী বাসেত মজুমদার, এম আমিনউদ্দিন ও সরকার মো. তরিকুল ইসলাম আদালতে যুক্তি তুলে ধরেন। তারা বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় সংবিধানের ১৯, ২৭, ২৯ ও ৪০ অনুচ্ছেদের লঙ্ঘন ঘটেছে। উল্লেখ্য, ৯১৫ জন লোক নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদফতর ২০১২ সালের ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়া ২০১৩ সালের ২১ মার্চ পরিবার পরিকল্পনা অধিদফতর ৪ হাজার ২৯৪ জন লোক নিয়োগের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। দুটি নিয়োগ প্রক্রিয়াই ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে।

হাইকোর্ট সোমবার প্রাথমিক শুনানি শেষে দুটি নিয়োগ প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করে,

Leave a Reply