স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুধু লাল চা আর বিস্কুট

16/01/2014 9:46 pmViews: 11

ঢাকা:সরকারি অর্থের সাশ্রয় করতে কিছু সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়। আর কিছু নির্দেশনাও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় ও এর অধীন সব প্রতিষ্ঠানে আপ্যায়নে লাল চা আর দেশী বিস্কুট ছাড়া অন্য কিছু রাখা যাবে না।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এসব নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের গাড়ি অফিসের প্রয়োজন ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন।

বৈঠক থেকে স্বাস্থ্য মন্ত্রাণলয়ের অধীনে বিভিন্ন উন্নয়নকাজের সঙ্গে জড়িত ঠিকাদার, সরবরাহকারী ও তদবিরকারীদের মন্ত্রণালয়ে আনাগোনা না করে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাই নিশঙ্কচিত্তে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

এ ছাড়া লাল চা আর দেশ বিস্কুট ছাড়া আপ্যায়নে অন্য কিছু না রাখতে মন্ত্রণালয় ও এর অধীন সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব এম এম নিয়াজউদ্দিন মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply