স্বাস্থ্যসেবায় দুর্নীতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা
২৫ জুন, ২০১৫
কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয় উল্ল্যেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এসময় প্রশ্নকর্তা মন্ত্রীর কাছে জানতে চান- দেশের হৃদরোগের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সম্পর্কে। এ হাসপাতালটি দেশের সব শ্রেণীর পেশার মানুষের হৃদরোগ চিকিৎসার ভরসাস্থল হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। আকণ্ঠ অনিয়ম আর দুর্নীতিতে ডুবে আছে প্রতিষ্ঠানটি। উৎকোচ ছাড়া এক পাও নড়েন না বেশীরভাগ চিকিৎসক নার্স ও কর্মকর্তা-কর্মচারী। সরকার জনস্বার্থে হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয়। শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নয় যে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানেই দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।