‘স্বামী-স্ত্রী পরামর্শ করে ভানুমতির খেলায় অবতীর্ণ হয়’

30/03/2014 9:50 pmViews: 5

'স্বামী-স্ত্রী পরামর্শ করে ভানুমতির খেলায় অবতীর্ণ হয়'
ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদের অনুমতি ছাড়া রওশন এরশাদের পক্ষে সব দলকে বাদ দিয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হতো না । এরশাদ ও রওশনের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। স্বামী-স্ত্রী দুজনে শলাপরামর্শ করে একেক সময় একেক ভানুমতির খেলায় অবতীর্ণ হয়ে থাকেন।

রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটির প্রথম সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রওশন অতীতে এরশাদের অনুমতি নিয়ে একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অর্থ ও সাহায্য নিয়ে চারদলীয় জোট থেকে বের হয়েছিল এবং  আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালিয়েছিল।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে এরশাদের হাসপাতালে ভর্তি হওয়া ছিল স্বেচ্ছায় বন্দি থাকার একটি কূটকৌশল। এটা রওশনকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা সুচতুর দুষ্টবুদ্ধি ছাড়া আর কিছুই নয়।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে নয় বরং মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে শত কোটি টাকা খরচ করে দলীয় সংকীর্ণ স্বার্থে জাতীয় সঙ্গীতের যে আসর বসানো হয়েছিল তা করে শাসক দলের শেষ রক্ষা হবে না। ইতিহাসে এক ভয়াবহ গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন হবে।

মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দলের প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম আলম, আনোয়ারা বেগম, খালেকুজ্জামান চৌধুরী, এডভোকেট মাওলানা রুহুল আমিন, এডভোকেট মুহাম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ড. নূরুল আজহার শামীম, সাংগঠনিক সম্পাদক এ এস এম শামীম প্রমুখ।

Leave a Reply