স্বাধীনতা নিয়ে মাথা উঁচু করে চলবো

09/05/2015 3:32 pmViews: 8

স্বাধীনতা নিয়ে মাথা উঁচু করে চলবো

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু আর ইান্দিরা যে স্থল চুক্তি করে গেছেন সেটাকে অনেকে এতো দিনে বলেছেন গোলামী চুক্তি। চল্লিশ বছর পর সেই চুক্তিতেই আজকে বাংলাদেশ যে লাভবান হয়েছে সেটা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এটা কিন্তু কোনদিনই হতো না। আমাদেরকে ভারতের দালাল বলা হতো। কিন্তু ভারতের দালালী যারা করেনি, তারা কিন্তু দেশের জন্য কোনদিন কিছুই আনতে পারেনি। তারা ওপরে ভারতকে গালি দিয়েছে আর ভেতরে পা ধরে রেখেছে। আমাদের দেশ ছোট হোক আর বড় হোক, স্বাধীনতা নিয়ে মাথা উঁচু করে চলবো। এটাই আমাদের নীতি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী আজ শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটরিয়ামে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সকাল সাড়ে ১০টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান এবং বিশ্ববিদ্যালয়ের ১০টি স্থাপনা উদ্বোধন করেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ইলা মিত্র হল, সুফিয়া কামাল অডিটরিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ হল, ড. ওয়াজেদ মিয়া  কেন্দ্রীয় গবেষণাগারসহ ১০টি স্থাপনা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

Leave a Reply