স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা

27/03/2016 10:29 amViews: 7
স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা
 
স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। শনিবার বিকাল সাড়ে ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর দিয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আজ ৪৫ বছর পরে এখনো আমাদের গণতন্ত্রের জন্য চিৎকার করতে হচ্ছে। আমাদের ছেলেরা প্রাণ দিচ্ছে গণতন্ত্রের জন্য, মা-বোনদের নিরাপত্তা নেই, গোটা সমাজে মানুষের কোনো নিরাপত্তা নেই। আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেডে নেয়া হয়েছে। ১৯৭১ সালে যে চেতনা ও গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আজকে তা অনুপস্থিত। সেই চেতনাকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ সকলকে ছোট-খাটো ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
স্বাধীনতা দিবসের এই শোভাযাত্রায় মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এ্যাব), এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন ও লাল-সবুজ পতাকা হাতে নিয়ে সমবেত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপাসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি হাতে ছিলেন অনেকে।
মালিবাগে শোভাযাত্রা শেষ করে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে আজ গণতন্ত্র নেই,বাকশালী শাসন চলছে। আজ কথা বলার স্বাধীনতা নেই। এই অবস্থা থেকে উত্তরণে শহীদ জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে শরিক হতে হবে। এটাই হোক স্বাধীনতা দিবসের আজকের শপথ।
শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, শিরিন সুলতানা, রাজীব আহসানসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

Leave a Reply