স্বাধীনতার ইতিহাস বিকৃতিকারীদের ক্ষমা করা ঠিক হয়নি: সাজেদা

26/07/2013 7:02 amViews: 17
image_37058_0ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “আমাদের  বিভক্তির সুযোগ নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে।  তাদের আর সুযোগ দেয়া যায় না।”  এ বিষয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্তক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ঢাকা বার শাখা আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাজেদা বলেন, “যারা স্বাধীনতার ইতিহাসকে পাল্টে দিয়ে দেশকে পাকিস্তানি তাবেদার বানাতে চেয়েছিল তাদের ক্ষমা করা হয়েছিল। কিন্তু  তাদের ক্ষমা করা ঠিক হয়নি।”
তিনি বলেন, “জামায়াতকে প্রতিহত করতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আরো কঠোর হতে হবে। আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতেই এদের নির্মূল করে যেতে হবে।”
“জামায়াত আবার ফোঁস ফোঁস করছে। মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তারা ষড়যন্ত্র করছে।” বলেন সাজেদা।
যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে সাজেদা বলেন, “বাচ্চু রাজাকার আর ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি না। যেগুলো বেঁচে আছে সেগুলো যাতে আর কোনো কিছু না করতে পারে সে ব্যবস্থা করছি।”
সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবীদের মধ্যে থাকা বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, “বিভক্তি কেউ উপর থেকে এসে নিরসন করে দেবে না। নিজেদের থেকে সমাধান করে নিতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তবে লিস্ট ধরে জনসভায় ঘোষণা করা হবে তারা বঙ্গবন্ধুর অনুসারী নয়।”
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি সৈয়দ হায়দার আলীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল বাসেত মজুমদার,  শ.ম রেজাউল করিম প্রমুখ।

Leave a Reply