স্বল্পোন্নত দেশের সুবিধা অব্যাহত থাকবে
০২ জুলাই, ২০১৫
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও স্বল্পোন্নত দেশ হিসেবে যে সব সুবিধা পেয়ে আসছে সেগুলো অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে ভূটানের অর্থমন্ত্রী লিয়ন পো ন্যামগে দর্জির সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের মানদণ্ড হিসেবে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে জাতিসংঘ। চূড়ান্ত অনুমোদনের আগে স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো পাবে বাংলাদেশ। এছাড়া এ প্রক্রিয়াটি শেষ হতে আরও ৩-৪ বছর সময় লাগবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্রুতই বাণিজ্য সম্প্রসারণে আমাদের আলোচনা হয়েছে, ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক আগে থেকেই ভালো। দুই দেশের মাঝে বাণিজ্যিক সম্পর্কও অনেক ভালো।