স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে এসপি বাবুল আক্তারকে আটক!

25/06/2016 12:39 pmViews: 8
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে এসপি বাবুল আক্তারকে আটক!
 
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে এসপি বাবুল আক্তারকে আটক!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসা থেকে চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বাবুলকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। যদিও ডিবি থেকে বলা হয়েছে, বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার তিন খুনির মুখোমুখি করার জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় ইফতার পার্টিতে মিলিত হন বাবুল আক্তারসহ অন্তত ৩০ পুলিশ কর্মকর্তা। এরসঙ্গে আরো বিভ্ন্নি শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার পার্টি শেষে তারা একে একে চলে যাওয়ার পরে বাবুল আক্তারসহ আরো ১০ পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অবস্থান করেন। রাত ৯টার দিকে ঢাকা ডিবি পুলিশের একটি টিম দুটি গাড়িতে করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায়। সেখান থেকে ডিবি কার্যালয়ে ৩ আসামির সঙ্গে মুখোমুখি করে জিজ্ঞাসাবদের কথা বলে গাড়িতে তুলে নেয়। এরপরই বাবুল আক্তারের দুটি মোবাইল ফোন বন্ধ করে দেয়া হয়। রাত ১টার দিকে বাবুলের শ্বশুর পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তার আটকের খবর নিশ্চিত করেন।
ডিবির একটি সূত্র জানায়, বাবুল আক্তারকে কৌশলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ইফতার পার্টিতে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে তার স্ত্রী খুনের পেছনে তাকে সন্দেহ করা হচ্ছে এমন তথ্য তদন্তকারী টিম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেয়। বিষয়টি যাচাই বাছাই করার জন্য বাবুল আক্তারকে জিজ্ঞাসাবদের জন্য নেয়া হয়।
এ ব্যাপারে শুক্রবার দিবাগত গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সম্ভাব্য খুনিদের মুখোমুখি করে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশে নেয়া হয়েছে।

Leave a Reply