স্পিকারের সঙ্গে কাবা শরিফের খতিব ও মসজিদে নববীর ইমামের সাক্ষাৎ

07/04/2017 7:53 pmViews: 8
স্পিকারের সঙ্গে কাবা শরিফের খতিব ও মসজিদে নববীর ইমামের সাক্ষাৎ
 
স্পিকারের সঙ্গে কাবা শরিফের খতিব ও মসজিদে নববীর ইমামের সাক্ষাৎ
সফররত পবিত্র কাবা শরীফ মসজিদুল হারামের ইমাম, খতিব ও ভাইস প্রেসিডেন্ট ড. মুহম্মদ বিন নাসির আল খুজাইম এবং পবিত্র মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মহাম্মদ আল কাসিম জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ শুক্রবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি, সৌদি আরবের প্রতি আস্থা, বাংলাদেশে ইসলাম ধর্মের চর্চা, বাংলাদেশ বিনির্মাণে সৌদি সরকারের অবদান, সৌদিতে বাংলাদেশি কর্মীদের অবদান, হজ্জ ব্যবস্থাপনা, দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার পবিত্র কাবা শরীফ মসজিদুল হারামের ইমাম এবং মদিনার পবিত্র মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব এক সংঙ্গে বাংলাদেশ সফর এবং সংসদে আগমন করায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁদেরকে ধন্যবাদ জানান।
এসময় স্পিকার বাংলাদেশ থেকে হজ্জ মৌসুম ও উমরাহ পালনের সময় বাংলাদেশি হাজীদের সহযোগিতা প্রদান করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং হাজীর সংখ্যা আরো বৃদ্ধি করার অনুরোধ জানান। তিনি সৌদিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতা দেয়ার আহ্বান জানান।
স্পিকার বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। ওলামা মাশায়েখ সম্মেলনে লাখো মুসল্লির উপস্থিতিতে মসজিদুল হারামের ইমাম ও মসজিদে নববীর খতিবের দিক নির্দেশনামূলক বক্তব্য মুসলিম সমাজ তথা বাংলাদেশের জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করবে- যা বিশ্বের দরবারে শান্তির বার্তা বহন করবে। -বাসস।

Leave a Reply