স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নির্বাচনে যাবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি ভোটের লড়াইয়ে নামলেই দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দিচ্ছে যাতে বিএনপি নির্বাচনে না আসে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নির্বাচনে যাবে। বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তি যখন রাজপথে মেনে আসবে তখন দেশের রাজনৈতিক পরিবেশ পাল্টে যাবে।এতই জনপ্রিয়তা আপনাদের, এত বড় জনসভা। তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
মওদুদ বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। কারণ, তারা জানেন বিপুল ভোটে পরাজিত হবে। এটা সত্য, জনগণের সামনে যেতে তারা ভয় পায়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচনে ভোট চাওয়াটা বেআইনি। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনের জন্য ভোট চাইতে পারেন না।
সংগঠনের সভাপতি এম এম বাশারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, লেবার পার্টির (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।