স্পট-কিক নাটকে সেমিতে আর্জেন্টিনা

27/06/2015 3:50 pmViews: 5

স্পট-কিক নাটকে সেমিতে আর্জেন্টিনা

২৭ জুন ২০১৫,শনিবার

তেভেজের জয়সূচক গোল : গোল.কমতেভেজের জয়সূচক গোল : গোল.কম

কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। গোলশূন্য তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তারা ব্রাজিল বা প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে।
নির্ধারিত ৯০ মিনিটে কোনোপক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলার ভাগ্য। টাইব্রেকারে উভয়পক্ষ ৭ টি করে শট নেয়। এতে আর্জেন্টিনা ৫ বার বল জালে জড়াতে সমর্থ হয়। অপরদিকে ৪ বার সমর্থ হয় কলম্বিয়া। স্ট্রাইকার তেভেজ কলম্বিয়ার গোলরক্ষককে পরাজিত করে লক্ষ্যভেদ করলে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।
নির্ধারিত পুরো খেলায় বল দখলের লড়াইয়ে সুস্পষ্টভাবে এগিয়ে ছিল মেসিবাহিনী। ওই সময়ের মধ্যেই সমজেই তাদের জয়ের কথা ছিল। বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডরা। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় তারা।

Leave a Reply