স্থায়ী জামিন পেলেন গয়েশ্বর

25/06/2015 4:20 pmViews: 4

স্থায়ী জামিন পেলেন গয়েশ্বর

২৫ জুন ২০১৫,বৃহস্পতিবার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রব চৌধুরীর সমন্বয়ে গঠিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করে।

গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর বকশীবাজারে সংঘর্ষ ও সংসদ সদস্য ছবি বিশ্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানা পুলিশ মামলা দায়ের করে। একই বছরের ২৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। তার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হলে কেন তাকে জামিন দেয়া হবে না মর্মে গত ৫ মে রুল জারি করে আদালত। রুলের চুড়ান্ত শুনানি শেষে আদালত আজ জামিন দিলো।

মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট বাবু নিতাই রায়।

Leave a Reply