স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গণভোটের দাবি

13/10/2015 6:40 pmViews: 6
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গণভোটের দাবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিধান চূড়ান্ত করার আগে এ বিষয়ে গণভোটের দাবি জানিয়েছেন ।তিনি বলেন, আমাদের (বিএনপির) মতামত তো নিবেনই না, যাদের ভোটে নির্বাচিত হবেন, অন্তত এ বিষয়ে তাদের মতামত নিন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, বাংলাদেশে জঙ্গি আছে বলে যে প্রচারণা করা হচ্ছে, তা সত্য না মিথ্যা, তা জানি না। যদি থাকতো, তবে তা মোকাবিলা করতে সেনাবাহিনী নামাতে হতো। ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় সরকার এফবিআই আনল। কিন্তু দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় তাদের কেন আমন্ত্রণ জানানো হলো না।

তিনি বলেন, এই সরকার কথা কথায় জামায়াত-বিএনপিকে দায়ী করছে। এমনকি বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায়ও বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ। এতে তদন্ত বিঘ্ন হবে।

স্বাধীনতা ফোরামের ব্যানারে সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে সভায় ড. মাহবুবউল্লাহ ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply