স্থগিত পলিটেকনিকের আন্দোলন
ডেস্ক: দাবি পূরণে সরকারের সুনির্দিষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। টানা চার দিন ধরে বিক্ষোভ, অবরোধ ও ভাংচুরের প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে সরকারের সঙ্গে আন্দোলনকারী নেতাদের বৈঠকের পর কারিগরি ছাত্রপরিষদ এ ঘোষণা দিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৫ দিনের মধ্যে সরকার বিতর্কিত গেজেট সংশোধন করবে। চাকরিতে প্রবেশের পরে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দেয়া হবে, শিক্ষার্থী বৃত্তির পরিমাণও বাড়ানো হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় ও পূর্ত মন্ত্রণালয়ের যৌথ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, সুপারভাইজার নয় বরং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যাঁরা ডিপ্লোমা করবেন তাঁরা প্রকৌশলী হিসেবেই বিবেচিত হবেন। তাঁরা ডিপ্লোমা প্রকৌশলীই হবেন। চাকরিতে প্রবেশের সময় তাঁরা উপসহকারী প্রকৌশলী হিসেবেই বিবেচিত হবেন, সুপারভাইজার নয়।
এদিকে ইতিবাচক এ সরকারী ঘোষণার আগেই সোমবারও দেশজুড়ে চলেছে আন্দোলনের নামে হামলা, ভাংচুরসহ তা-ব। তবে এর জন্য সরকারবিরোধী সুযোগ সন্ধানী রাজনৈতিক দল বিশেষত জামায়াত-শিবিরকে দায়ী করেছেন আন্দোলনকারীরা।
টানা চার দিন ধরে অবরোধ ও ভাংচুরের প্রেক্ষাপটে ২০০৮ সালের সেই গেজেট সংশোধনসহ অন্যান্য দাবি নিয়ে সোমবার সকালে প্রথমে পূর্ত মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন এবং শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের (আইডিইবি) সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে দুই সচিব সাংবাদিকদের বলেন, সুপারভাইজার নয়, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যাঁরা ডিপ্লোমা করবেন, তাঁদের প্রকৌশলী হিসেবেই বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা সচিব বলেন, যাঁরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবেন তাঁরা ডিপ্লোমা প্রকৌশলী হিসেবেই বিবেচিত হবেন। সুপারভাইজর হিসেবে বিবেচিত হবেন না। গণপূর্ত সচিব বলেন, চাকরিতে প্রবেশের সময় ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে ২০০৮ সালের গেজেট সংশোধনের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলেই গেজেট সংশোধন করা হবে। এ বিষয়ে অস্পষ্টতা থেকে ভুল বোঝাবুঝির কারণেই পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করেছেন বলেও দাবি করেন গণপূর্ত সচিব। আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে শিক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুরোধ জানিয়ে শিক্ষা সচিব বলেন, রবিবার যেসব শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছেন তাঁদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। তবে শামসুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কোন সিদ্ধান্ত তাঁরা দিতে পারছেন না। কারণ শিক্ষার্থীরা কয়েকটি ব্যানারে আন্দোলন করছেন। সচিবরা শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি বুঝিয়ে দিলেই আন্দোলন স্থগিতের ঘোষণা আসতে পারে। পরে শিক্ষা সচিব জানান, বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে আরেকটি বৈঠক হবে। শামসুর রহমান বলেন, ২০০৮ সালের গেজেটে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকৌশলী হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রাজউক দুই শ’ সুপারভাইজরের পদ সৃষ্টি করতে চেয়েছিল। গেজেট সংশোধনের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে দাবি করে আইডিইবির সাধারণ সম্পাদক বলেন, গেজেট সংশোধনের সিদ্ধান্ত হলেও দীর্ঘদিন দিন ধরে গেজেট প্রকাশিত না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত অবিশ্বাস থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে এর আগেই সোমবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে আন্দোলনের নামে ভাংচুর, অবরোধ করা হয়েছে। সকালে টানা চতুর্থ দিনের মতো রাজধানীতে রাস্তায় নেমে বিক্ষোভ ও ভাংচুর করেছে আন্দোলনকারীরা। বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্ররা কলাবাগন মাঠের উল্টো দিকে ওভারব্রিজের নিচে জড়ো হয়ে মানববন্ধন করে। এর পর দুপুর ১২টার দিকে তাঁরা সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। সকালেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের সামনে ১০ মিনিট অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান শেষে সোমবারের মতো শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ কারিগরি ছাত্রপরিষদের (বাকাছাপ) আহ্বায়ক জাকির হোসেন সাগর।