স্থগিত ঢাবি’র ‘শতবের্ষর মিলনমেলা’ অনুষ্ঠান

10/01/2022 10:53 pmViews: 5

 

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ ও ১৫ই জানুয়ারির এই মিলনমেলায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নাম নিবন্ধন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ই জানুয়ারির ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠানটি ‘সাময়িকভাবে স্থগিত’ করার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সদস্যদের জানিয়ে দেয়া হবে।

Leave a Reply