স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করায় স্বামী কারাগারে
ঢাকা: টাকা দাবি করে না পেয়ে নিজেদের গোপন সম্পর্কের ভিডিও ধারণ করে তা ইউটিউবে ছাড়ার ঘটনায় গ্রেফতার গ্রেফতার হওয়া স্বামী শরিফুর রহমান ওরফে শরিফকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সাফায়েত হোসেন পলাশ ঢাকার সিএমএম আদালতে শরিফকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।
শুনানি শেষে মহানগর হাকিম মেহের নিগার সূচনা রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি শরিফের বাড়ি চাঁদপুর থানার মতলব থানার দক্ষিণ বারোগাঁও গ্রামে। তার বাবার নাম মজিবুর রহমান।
মামলায় বলা হয়, গত বছরের ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে প্রেম করে বিয়ে করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র শরিফ। পরে মেয়ের পরিবারের কাছে টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করে তারা। তাতে শরীফ ‘নির্ঘুম বালিকা’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের স্বামী-স্ত্রীর ভিডিওগুলো গত ২৯ মার্চ ফেসবুকে মেয়েটির বন্ধুবান্ধবের অ্যাকাউন্টে আপলোড করে। এ ঘটনায় মেয়েটি শেরেবাংলা নগর থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে।
বিয়ের পর শরিফ স্বামী-স্ত্রীর গোপন সম্পর্ক ভিডিও করে রাখেন।
দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় শরিফ ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দিলে ওই ছাত্রী শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ৫(১০)১৩। ওই মামলায় শরিফ গ্রেফতারও হন। কিন্তু পরে ওই মামলায় জামিন পেয়ে শরিফ তার কাছে আরও ভিডিও আছে দাবি করে মেয়েটিকে মামলা তুলে নেয়ার হুমকি দেন এবং ১০ লাখ টাকাও দাবি করেন।