স্টিয়ারিং ছাড়াই চলবে গাড়ি!

16/06/2014 10:14 pmViews: 13
স্টিয়ারিং ছাড়াই চলবে গাড়ি!

 

গাড়ি চলছে অথচ চালক নেই, নেই স্টিয়ারিং হুইলও! অদ্ভুত হলেও এমনই একটি গাড়ি আবিষ্কার করেছে গুগল।

 

গুগল বিশ্বের সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। কিন্তু একের পর এক নতুন বস্তু উদ্ভাবনের অন্য এই সংস্থাটির মুকুটে যুক্ত হয়েছে নানা রঙের পালক। যার সাম্প্রতিকতম হল চালকবিহীন গাড়ি। গুগলের দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের ফল। গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্জারি ব্রিন একটি কনফারেন্সে ঘোষণা করেছেন, তারা ১০০ টি অত্যধুনিক গাড়ি তৈরি করেছে যাতে নেই কোনো স্টিয়ারিং উইল, গ্যাস পেডাল, ব্রেক বা গিয়ার শিফ্ট-এর মত যন্ত্র ।

 

এর বদলে শুধু চলার ও থামার জন্য আছে একটি করে বোতাম। গাড়ির চলার জন্য অপরিহার্য যন্ত্রগুলির বদলে এই গাড়িগুলোতে থাকবে সেন্সর ও কম্পিউটিং ব্যবস্থা। হাতের ছোঁয়া পাওয়া মাত্রই সচল হয়ে উঠবে গাড়ি। গন্তব্য কোথায় জানিয়ে দিলেই আপনাকে নিয়ে ছুটবে গাড়ি।

Leave a Reply