স্টিভ ওয়াহকে নিয়ে বোমা ফাটালেন শেন ওয়ার্ন
স্টিভ ওয়াহকে নিয়ে বোমা ফাটালেন শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক তিনি। টেস্ট ও ওয়ানডেতে দেশের হয়ে তৃতীয় সর্বাধিক রানের মালিক স্টিভ ওয়াহ। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। এরপর ১৯৯৯ সালে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ। কিন্তু তাকে নিয়ে এবার বোমা ফাটালেন তারই সতীর্থ শেন ওয়ার্ন। স্টিভ ওয়াহ’র মতো ‘স্বার্থপর’ ক্রিকেটার জীবনে দেখেন নি বলে জানালেন কিংবদন্তি এ স্পিনার। ১৭ বছর আগের একটি ঘটনা এখনো কুরেকুরে খায় ওয়ার্নকে। ১৯৯৯ সালের একটি ঘটনার জন্য স্টিভ ওয়াহকে তিনি এখনো ‘স্বার্থপর’ বলেন। ইংল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ওয়ার্ন খুব ঠা-া মাথায় বলেন, ‘স্টিভ ওয়াহকে আমার না-পছন্দ করার অনেক কারণ। আমি যাদের সঙ্গে ক্রিকেট খেলেছি তাদের মধ্যে স্টিভের মতো ‘স্বার্থপর’ আর কাউকে দেখিনি।’ স্টিভ ওয়াহকে কেন স্বার্থপর বললেন, তার কারণও দেখালেন শেন ওয়ার্ন। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ শেষে সফরকারী অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। এতে অ্যান্টিগার শেষ ম্যাচটি ছিল তাদের জন্য বাঁচা-মরার। কিন্তু সহ-অধিনায়ক ওয়ার্নকে ওই টেস্ট থেকে বাদ দেন অধিনায়ক স্টিভ ওয়াহ। আর এতেই তার ওপর যতো ক্ষোভ ওয়ার্নের। তখন স্টিভ তাকে কড়া কথা বলেছিলেন বলেও জানালেন ওয়ার্ন। দল থেকে বাদ দেয়ার কারণ জিজ্ঞেস করলে স্টিভ ওয়াহ নাকি তাকে বলেন, ‘আমি দলের অধিনায়ক। আমি বলছি, তুমি এই টেস্ট খেলছ না’। স্টিভ ওয়াহ’র এমন আচরণও ওয়ার্নকে কষ্ট দেয়। তবে সেবার আগের টেস্টগুলোতে ভাল করতে না পারায় ওয়ার্নকে শেষ টেস্টে বাদ দেয়া হয়েছিল। সেটা স্বীকারও করলেন ওয়ার্ন। বলেন, ‘ওই সিরিজে আমি ভাল করতে পারিনি। তবে সেটার জন্য দায়ী ছিল ইনজুরি। কাঁধের অস্ত্রোপচার করেই ওই সিরিজে ফিরেছিলাম। এই কারণেই ভাল বল করতে পারিনি। আর এই কারণেই সে (স্টিভ ওয়াহ) আমাকে বলির পাঠা বানায়। অথচ দুই তিন টেস্ট শেষে পিছিয়ে থাকায় আমার ভেতেরে তখন আগুন জ্বলছিল। আমাকে দলে নিয়ে সে আমার সেরাটা বের করে আনতে পারতো।’