স্কুলছাত্রী চম্পা হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ
ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের নবম শ্রেণির স্কুলছাত্রী জাকিয়া সুলতানা চম্পা ধর্ষণ ও হত্যার দায়ে ৪ আসামির ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শামীম মন্ডল, আকাশ মন্ডল, জাহিদুল হাসান ও রাজিব হোসেন বাবু। এ মামলায় অপর আসামি মৌসুমী বেগমকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সর্দার এ আদেশ দেন। রায়ের সময় আসামি শামিম মন্ডল, জাহিদুল হাসান ও মৌসুমী বেগম হাজির ছিলেন। বাকী ২ জন পলাতক ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১৩ ডিসেম্বর চম্পার চাচাতো বোন পপির গায়ে হলুদের অনুষ্ঠান থেকে চম্পাকে শামীম ডেকে নিয়ে যান। এরপর থেকে চম্পা নিখোঁজ ছিল। পরদিন ১৪ ডিসেম্বর বাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দ্রুত বিচার ট্রাইবুন্যালে- ৪ এ স্থানাস্তর করা হয়।
এ ব্যাপারে মামলার বাদী চম্পার ভাই হাসিবুল ইসলাম যুগান্তরকে বলেন, মামলার রায়ে তারা খুশী হয়েছেন। এ রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান সরকারের কাছে।