সৌদি রাজার নতুন ডিক্রি: কেউ যুদ্ধে অংশ নিলে কারাদন্ড

05/02/2014 7:36 amViews: 4

 

 

সৌদি আরবের কোন নাগরিক বিদেশে যুদ্ধে অংশগ্রহণ করলে বা কোন ধরনের সমর্থন করলে কারাদন্ড ভোগ করতে হবে। সোমবার দেশটির বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ এ সংক্রান্ত একটি নতুন ডিক্রি জারি করেন। খবর আরব নিউজ।

নতুন ডিক্রিতে বলা হয়েছে, যদি কোন সৌদি নাগরিক দেশে কিংবা দেশের বাইরে কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়,  এ ধরনের কাজে মানসিক সমর্থনও যোগায় তাহলে তাদেরকেও একি শাস্তি ভোগ করতে হবে। আর এ জন্য সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে।

এতে বলা হয়, যদি কোন সামরিক কর্মকর্তা এ ধরনের অভিযোগে দোষী হন তাহলে তাকে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ভোগ করতে হবে।

Leave a Reply