সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ঐতিহাসিক বৈঠক

06/04/2023 5:10 pmViews: 8

mzamin

সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের রাজধানী বেইজিং-এ বৈঠকে বসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। গত সাত বছরের মধ্যে এটাই দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়াতে ওই বৈঠকের সংক্ষিপ্ত ফুটেজ প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, দুই পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সঙ্গে করমর্দন করছেন। এসময় তাদের দুইজনের মুখেই হাসি দেখা গেছে। তাদের পেছনে ছিল চীনের একটি ঐতিহ্যবাহী চিত্রকর্ম এবং সৌদি ও ইরানের পতাকা। এরপর তারা সরাসরি বৈঠক কক্ষে প্রবেশ করেন এবং বিস্তারিত আলোচনা করেন। তবে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত ৯ই মার্চ চীনের মধ্যস্ততায় দীর্ঘ ৭ বছর পর সম্পর্ক জোরা লাগে ইরান ও সৌদি আরবের। দুই দেশ একে অপরের রাজধানীতে দূতাবাস স্থাপনের ঘোষণা দেয়। দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন করিয়ে দিয়ে রীতিমতো চমক দেখিয়েছে বেইজিং।

সৌদি আরব এতদিন পরিচিত ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে। ইরানতো বটেই এমনকি চীনের সঙ্গেও নানা ইস্যুতে অমিল ছিল সৌদির। তবে শেষ পর্যন্ত তার কিছুই আর শান্তির পথে বাধা হতে পারেনি। ২০১৬ সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে। তবে সেসব দিন এখন অতীত।

Leave a Reply