সৌদি আরবে বৈধ হওয়ার সময় বাড়ল ২ মাস
ঢাকা: সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ আরো দুই মাস বাড়িয়েছে দেশটির সরকার।
আজ শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য সাত মাস বেঁধে দেওয়া হলেও যারা এই সময়ে বৈধ হতে পারেননি, তাদের জন্যই এ ব্যবস্থা।
দেশটির পাসপোর্ট দফতরের পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের নথিপত্র সংশোধনের কাজ শেষ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
নানা জটিলতার কারণে যে অভিবাসীদের কাগজপত্র বৈধ করার কাজ মাঝপথে আটকে গিয়েছিল, তাদের জন্য এ খবর স্বস্তি নিয়ে এসেছে। কারণ আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরও যারা গ্রেফতার, দণ্ডপ্রাপ্তি কিংবা স্বদেশে নির্বাসিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তারা সরকারের এই সিদ্ধান্তে অনেক খুশি।
এর আগে কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, যেসব অবৈধ অভিবাসী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হবে, তারা এক লাখ সৌদি রিয়াল অর্থদণ্ডসহ দুই বছর কারাদণ্ড ভোগ করতে পারে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বেঁধে দেওয়া সাত মাস সময়ের মধ্যে ৪০ লাখেরও অভিবাসী তাদের কাগজপত্র সংশোধন করে। এছাড়া ১০ লাখেরও বেশি অবৈধ অভিবাসী সৌদি আরব ছেড়ে চলে যায়। দেশটিতে বসবাসরত অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক সৌদি সরকারের গৃহীত এই পদক্ষেপের সুফল ভোগ করছেন।
উল্লেখ্য, তেল সমৃদ্ধ সৌদিআরবে প্রবাসী কর্মীদের এক-চতুর্থাংশই বাংলাদেশী। তবে ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশীদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রফতানি প্রায় বন্ধ রয়েছে। সূত্র : আরব নিউজ