সৌদি আরবের ওপর ‘গজব’ পড়বে: খামেনি

03/01/2016 6:06 pmViews: 5
সৌদি আরবের ওপর ‘গজব’ পড়বে: খামেনি
 
সৌদি আরবের ওপর 'গজব' পড়বে: খামেনি
সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। নিমরকে শহীদ আখ্যা দিয়ে তিনি বলেছেন, সৌদি আরবের ওপর গজব পড়বে।
নিমরের মৃত্যুদণ্ডের প্রতিবাদে রবিবার ভোরে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালান একদল বিক্ষোভকারী। বিক্ষুব্ধ জনতা দূতাবাস কম্পাউন্ডের আসবাবপত্র ভাংচুর করেন ও আগুন ধরিয়ে দেন। এর পরপরই খামেনি সৌদি আরবের ওপর গজব পড়ার কথা বলেন।

Leave a Reply