সৌদির উচিত ইয়েমেনে মানুষ হত্যা বন্ধ করা: ইরান
সৌদির উচিত ইয়েমেনে মানুষ হত্যা বন্ধ করা: ইরান
সৌদি আরব তাদের দু’টি তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করার যে চেষ্টা করছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আবারো প্রত্যাখ্যান করেছে তেহরান।
শনিবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে, সৌদি সরকার ইরান-বিদ্বেষী মনোভাবের কারণে ইয়েমেনে নিজের পরাজয়ের দায়ভার তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে।
তিনি আরো বলেন, সৌদি সরকারের উচিত অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তুলে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন বন্ধ করা। কারণ, এই আগ্রাসনে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং দেশটির অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।
সৌদি সরকার সেদেশের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দু’টি তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে বলে খবরে বলা হয়েছে।
গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের লাখো মানুষ।