সৌদিতে আকাশ থেকে দেহখণ্ড !

06/01/2014 7:55 pmViews: 6

 

 

সৌদিতে আকাশ থেকে দেহখণ্ড !

 

ডেস্ক সৌদি আরবের জেদ্দার ‘রেড সি’ শহরে রোববার রাতে আকাশের দিকে চেয়ে তারার পতন দেখছিলেন এক যুবক। স্থানীয় সময় রাত ২টায় সড়কে দাঁড়িয়ে উল্কাপাত দেখে মুগ্ধ যুবক হঠাৎই অবাক বনে যান। কারণ তারা খসে পড়ার পাশাপাশি আকাশ থেকে পড়ল মানবদেহের অংশ।

অবাক ও ভীত হয়ে হকচকিয়ে খানিকটা পিছিয়ে আসেন ওই যুবক। তারপর এ কথা আশপাশে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য শুরু হয়। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ না হলে রোববার রাত আড়াইটায় পুরো ঘটনা ফোন করে পুলিশকে জানান ওই যুবক। পুলিশ ঘটনাস্থলে এসে মানবদেহের অংশটি পরীক্ষা নিরীক্ষাও করে যায়।

 

পরে জানা যায়, বিমানের চাকায় লুকিয়ে থাকা মানুষের দেহাংশ মাটিতে এসে পড়েছে। বিমানের চাকায় কোনও যাত্রীর পা আটকে থাকায় এই ঘটনা ঘটে বলে অনুমান করেছে স্থানীয় পুলিশ।

 

বিষয়টি আলোড়ন তুললে জরুরি ভিত্তিতে সৌদির আকাশে থাকা এক যাত্রীবাহী বিমানকে মেডিনা বিমানবন্দরে অবতরণ করানো হয় বলে জানিয়েছে ডেইলি মেইল।

 

তবে কোন বিমান থেকে মানবদেহের অংশ পড়ল, কী করেই বা সেখানে তা ছিল, তা এখনও পুলিশ জানায়নি। পুলিশ শুধু জানায়, রেড সি সিটি থেকে আকাশ থেকে পড়া পা’টি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply