সোয়া ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশন পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় উদ্বার করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় পাগলা কোস্ট গার্ড স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন সাব কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান।
তিনি জানান, সোমবার রাত ৮টায় ঢাকার সাভারের আমিন বাজার সেতু সংলগ্ন এলাকায় পাগলা কোস্ট গার্ড স্টেশন ও শুল্ক গোয়েন্দ তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার ইমাম গাজ্জালী এবং টিম লিডার জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই সময় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ০০৫৩) তল্লাশি করে ৪ হাজার ৬৫১ পিস ভারতীয় শাড়ি, ৩৩২ পিস থ্রীপিস ও ২৪০০ কেজি সিন্থেটিক ফেব্রিক্স পাওয়া যায়।
তবে অভিযান টের পেয়ে চালকসহ ট্রাকে থাকা অন্যরা পালিয়ে যায় বলে জানানো হয়।