সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ বৃহস্পতিবার

30/10/2013 4:41 pmViews: 9

1363514509BNP-flag-big-18-dalপ্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশ শুরু হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হলেও তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। ১৮ দলীয় জোটের টানা তিন দিনের হরতালে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

Leave a Reply