সোমবার বিকাল পর্যন্ত চলবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

17/02/2014 7:16 amViews: 8

 

বসন্তের দখিনা বাতাসের সঙ্গে বয়ে আসা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে সোমবার বিকাল পর্যন্ত। সঙ্গে যোগ হতে পারে দমকা হাওয়া।

রবিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া দিনের ও রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে।

রবিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপামাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপামাত্রা ছিল কঙবাজারে ২৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply