সোমবার ফেরি চলাচল স্বাভাবিক হবে : নৌমন্ত্রী
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী সোমবার থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। ঈদে ঘরমুখী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। শনিবার সকালে শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এ নৌরুটে বর্তমানে দুটি চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল করছে। পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে ফেরি যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি আসছে শিমুলিয়া ঘাটে।