সোমবারের সমাবেশের অনুমতি পেল ১৮ দল
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সোমবারের পূর্বঘোষিত সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই অনুমতি দেয়।
এদিকে সমাবেশ আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ উপলক্ষে রোববার রাত আটটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
৫ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বেলা দুইটায় গণসমাবেশের ঘোষণা দেয় ১৮ দল। নির্বাচন বর্জন করায় জনগণকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে ওই সমাবেশে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।
কর্মসূচি সফল করতে প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছে বিএনপি। সমাবেশে বিপুল জনসমাগম নিশ্চিত করতে ঢাকা মহানগর, ঢাকার আশপাশের জেলাগুলোর বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকরা চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত শুক্রবার দীর্ঘ বৈঠক করেছেন। এতে কর্মসূচির সার্বিক বিষয়ে আলোচনা ও বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। কর্মসূচি সফল করতে বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন ও ১৮ দলের শরিক দলগুলো আলাদাভাবে প্রস্তুতি সভা করেছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, “আমাদের প্রস্তুতি শেষের দিকে। আমরা আশা করি, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ আমাদের সহায়তা করবে।”