সোমবারের আগে প্রতীক নিয়ে প্রচারণা নয় : ইসি
কোনো মেয়র প্রার্থী আগামী সোমবারের আগে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচনে কমিশনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ১৪ ডিসেম্বরের আগে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের স্বীকার হবেন। কেননা ওইদিন প্রতীক বরাদ্দ দেয়া হবে।
তিনি বলেন, তাই নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বরের আগে কাউকে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা না চালাতে সিদ্ধান্ত দিয়েছে।
এদিকে আজ থেকে সারা দেশে পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মেয়র প্রার্থীরা। অনেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইছেন। আবার কেউ কেউ বাজারে দোকানে দোকানে ঘুরে ভোট প্রার্থনা করছেন।
২৩৫ পৌরসভায় রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক সবারই জানা আছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের কে কোন প্রতীক পাচ্ছেন তা নির্ধারিত হবে ১৪ ডিসেম্বর। এই পরিস্থিতিতে আজ ১৪ ডিসেম্বরের আগে দলীয় প্রতীকে প্রচার না করতে নির্দেশ আসলো নির্বাচন কমিশন থেকে। স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হবেন বলে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২৪ নভেম্বর ২৩৫ পৌরসভায় তফসিল দিয়ে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। এ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর। সর্বশেষ ২০১১ সালে ২৫৯টি পৌরসভা নির্বাচন হয়। স্থানীয় নির্বাচনের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের আইনি বাধ্যবাধকতা রয়েছে।